উষ্ণ মরুতে ফুটেছিল এক
সুবাস ছড়ানো পুষ্প,
‘আল-আমিন’ তিনি পেলেন উপাধি
বয়স তখনও অল্প!


শান্তি ছিল না কারো কোন ঘরে
সুখী ছিল খুবই স্বল্প,
রূপকথা নয় ইতিহাসে আছে
নয় লেখা কারও গল্প।


আল্লাহ যাঁর ছিল প্রিয়জন
ছিল না তাঁহার দম্ভ,
সমাজপতিরা ছিল নিপীড়ক
অনুভূতিহীন-অসভ্য!


দলিতরা পেল মুক্তির ঘ্রাণ
মহামানবের পরশে,
মুহম্মদ হলেন রাসুলুল্লাহ(সাঃ)
আল-কোরানের প্রকাশে।


আল্লাহ্ প্রেরিত গ্রন্থ বলিয়া
“আসমানী কিতাব” নাম তার,
এমন কিতাব এসেছিল আরও
পৃথিবীতে বহুবার।


“আসমানী কিতাব” মুক্তির বাণী
নয় সে গ্রন্থ মূল্যহীন,
‘ঝোলা ভারী করা’ নয় সে গ্রন্থ
মানলে আসবে সুখের দিন।


একবার নবী গেলেন আরশে
বাহন ছিল “বোরাক” তাঁর,
“রফরফ”ও ছিল; যে নাম
কোথাও হয় নাই ব্যবহার।


মহানবী বলে পরিচিত তিনি
তিনিই ধরার শেষ রাসুল(সাঃ),
কথায় কথায় বিদ্রুপ করি!
যে কারণে দেই চড়া মাশুল!