অতীতের স্বপ্ন মুছে দিতে চাই;
যেখানে স্বপ্ন, আনন্দ, ভালোবাসা নাই।
আজ আমি হেঁটে চলি একাকি নির্বাসিত দ্বীপে
সিক্ত হয়ে অগনিত পাপে, নিয়ত বিদ্ধ হই পরিতাপে!


আমি মুক্তি চাই এ জীবন থেকে;
যেখানে মানুষ চলে নানান রঙ মেখে!
ঋদ্ধ মানুষ কারাগারে বসত করছে নিরুপায়ে
পৃথিবী থমকে গেছে মানুষকে দেখে শয়তানের নায়ে!


পবিত্র আলাপনে হাসে প্রিয়জন;
অকারণে বেড়ে চলে জুলুম-নির্যাতন!
আত্মা বিক্রী করে নিত্য দুনিয়ার বিনিময়ে
আস্থা, বিশ্বাস, মানবতা চিরতরে গিয়েছে হারিয়ে!


দরিয়া পূর্ণ আজ মানুষের খুনে!
পচন ধরেছে বোধে, হৃদয় খেয়েছে ঘুনে!
আলোকিত সরল পথ সবাই করিয়াছে পরিত্যাগ
প্রশান্ত শয়তান আজ পাপে পাপে পূর্ণ করিয়াছে ব্যাগ!


হে চিরমহান শ্রেষ্ঠ বিধান দাতা!
এবার পাঠাও মর্ত্যে সত্য প্রতিষ্ঠায় ত্রাতা,
আর কত দেখাবে তুমি ধৈর্যের শাশ্বত পরিচয়;
এবার ভয়ানক হয়ে বাঁচাও শুদ্ধতা, হয়ে নিষ্ঠুর-নির্দয়।