বিশাল অরণ্য মাঝে আমি বড় একা
চারিদিকে দেখি না কোন পথ রেখা!
বৈরী পরিবেশে মানুষের নেই পদচিহ্ন
হুঙ্কার দিয়ে উঠে বাঘ, ভালুক, সিংহ!


পানিতে কুমির ভাসে বের করে দাঁত
এরই মাঝে দিন শেষে এসে যায় রাত!
আলো নেই, বাতি নেই, করি হাঁসফাঁস
নীরবে-নির্জনে সব মেনে করি বসবাস!


কার কাছে করি নালিশ, সবই পশুরাজ!
মাথার উপরে ঘুরে ছোবল মারা বাজ!
সুখের স্বপ্ন কোথায়, নেই মানবতা বোধ
হিংসা-বিদ্বেষে সবাই নেয় মহা প্রতিশোধ!


নীলাকাশ ঢেকে আছে কালো কালো মেঘে
হায়রে! বৃষ্টির ধারা নামে প্লাবনের বেগে!
অসহায় চোখ দু’টি দেখে করে আফসোস!
দুখীদের উপর কেন পড়ে এতো মহারোষ!


ডুবিয়ে দিয়ে যায় ফনা তোলা জলোচ্ছাস!
এ জমিনে কেন এসে করি শুধু হা-হুতাশ!
কে আছে করুণা করে, কেবা দেয় আশ্বাস
অবশেষে জীবন যুদ্ধে হারে মানুষের বিশ্বাস!