একটু স্বপ্ন দেখার তরে বর্ণিল স্বাধীনতা চেয়েছিলাম!
একটা মধুর বাসর সাজাবো বলে রক্ত দিয়েছিলাম!
হৃদয়ের কাননে ফুল ফুটাবো বলে যুদ্ধ করেছিলাম!
অথচ আজ, চারিদিকে দেখি ভয়, আতঙ্ক, মহাত্রাস!


মা-বোনদের আব্রু বাঁচাবো বলে শপথ নিয়েছিলাম,
প্রতিইঞ্চি জমিন মুক্ত করার তরে ভাই হারিয়েছিলাম;
অধিকার আদায়ের তরে জীবনকে বাজি ধরেছিলাম,
অথচ আজ, প্রতি জনপদে চলছে ধর্ষণের মহোৎসব!


দ্রোহের কবিতা লিখতে শঙ্কায় কলমও গতি হারায়!
বজ্র কন্ঠে স্লোগান দিতে গেলে কন্ঠ স্তব্ধ হয়ে যায়!
সন্তানের ছবি বুকে নিয়ে জননী মানববন্ধনে দাঁড়ায়!
অথচ আজ, মিছিলে পা বাড়ালেই সন্ত্রাস রুখে দেয়!


বুলেটবিদ্ধ সন্তানের লাশ কাঁধে বৃদ্ধপিতা অশ্রু ঝরায়!
দন্ডের বিধান লাগাতার বিতর্কের জন্ম দিয়ে যায়!
মুক্তির আশ্বাস ঘূর্ণিঝড়ের মহা তান্ডবে পথ হারায়!
অথচ মহান প্রভু নীরবে-নিঃশব্দে শুধুই দেখে হায়!