প্রেম এসেছিল হৃদে ভরা বসন্তে নিভৃতে!
দুই মনের ভালোবাসা ছড়িয়েছিল উত্তাপ
জোনাকির আলোয় আলোকময় উঠোনে।
প্রেমের গভীরতা বিশ্বাসকে মজবুত করে।
গভীর বিশ্বাসই জীবনকে করে ছন্দোবদ্ধ।
শান্তি আসুক প্রতি জীবনে চিরসত্য হয়ে।
প্রীতি যদি থাকে হৃদয়ে ইতি হবে মধুময়!
আঁধার ঘুচাবে আলোক এসে পরম সময়।


হৃদয়ের সমস্ত ভালোবাসা নিংড়ে দিয়ে
অঙ্কুর রেখে তার কোলে ঘুমিয়ে গেলে
স্বপ্নগুলো আসমান থেকে আনে রঙধনু।
পড়ন্ত বিকেলে প্রশান্তি কাছে এসে বলে,
তুমি বেদনামুক্ত শুভ্র এক অনন্য পান্থ।
রাখলে চারু স্বাক্ষর অন্তিমে হয়ে শান্ত।