মিথ্যে বললে হয় মহাপাপ
চুরি করলে গোনাহ্,
গজব থেকে মুক্তি পেতে
চাই খোদারই পানাহ্।


বড়দের শ্রদ্ধা করে
রাখবে তাদের মান,
ভালবাসবে ছোটদেরকে
স্নেহ করবে দান।


একটি খুনের জন্য হবে
জান্নাত হারাম,
মানবতার সেবায় পাবে
বেহেস্তী আরাম।


পর্দা প্রথা করলে ঘৃণা
আব্রু হবে নাশ,
বিজয় হবে শয়তানেরই
বাড়বে হা-হুতাশ!


যার যেখানে মানায় ভাল
যার যেখানে কাজ,
সুখের স্বর্গ গড়বে ধরায়
ত্যাগ করো না লাজ।


লাজ শরমের দিলে ছুটি
আসবে মহামারী,
কারো বোঝা কেউ নিবে না
করবে আহাজারি!


স্বপ্ন দেখা নয় অপরাধ
লাগাম ধরবে টানি,
পরকালে বিচার হবে
টানতে হবে ঘানি।