প্রেমের বাজারে হায় ধরেছে পচন!
শপথ করেও কেউ রাখে না বচন!
আলেয়ার আলো দেখে খুইয়েছে হুঁশ  
প্রতারিত হয়ে তাই, হয়েছে বেহুঁশ!
হারিয়ে শরম তবু, হয়নি অবাক!
বলছে যদিও কেউ, হয়েছে নাপাক!
কি এমন ক্ষতি তাতে, পুলকে প্রহর
দিয়েছে চমক বেশ, কামুক শহর!


বলে না এখন কেউ, সময় খারাপ!
অবিরত বাড়িতেছে ধ্বস্ নামা পাপ!
সবাই করছে যেন, বেশ উপভোগ!
হৃদয়ে ছড়িয়ে পড়ে অবিদিত রোগ!
পরকীয়া নাম তার, নয় প্রীতিকর;
সকাল-বিকালে তাই ভাঙ্গিতেছে ঘর!