শিশির ভেজা শীতের ভোরে
মিষ্টি রোদের উষ্ণতা,
কুয়াশার সাথে হৃদয়ের যেন
অন্য রকম সখ্যতা।


আলস্য এসে ভর করে দেহে
এ কেমন মাদকতা!
হিমের পরশে স্মৃতির কাঁপন;
পিছু ডাকে মধুমিতা!


সুনীল গগনে মেঘের বিরহে
ছায়াহীন আলো ভাসে,
মায়া-মমতায় মাধবীলতায়
নিরালায় বসে হাসে।


সুখের ঝর্ণা ডাকে ইশারায়
গুন্ গুন্ গান গেয়ে,
মধুর লোভে মৌমাছি আসে
ফুলের সুরভী পেয়ে।


বৈকালি হিমে চাদর মুড়িয়ে
সখা তার হেঁটে যায়,
পরমানন্দে সোহাগিনী তার
সহাস্যে তাকিয়ে রয়।