সময় মত পড়শী আমার
তোমায় যেন পাই,
এ বিশ্বাসেই বন্ধু আমি
এগিয়ে যেতে চাই।


বিপদ বুঝে পড়শী আমার
জয় করিল মন,
এখন আবার অসময়ে
কেড়ে নিচ্ছে ধন!


পড়শী আমার মন বোঝে না
করে জ্বালাতন,
হৃদয় পেতে মন দিতে হয়
বোঝে না সে জন!


শীতল জলে পরাণ জুড়াও
পড়শী স্বার্থপর,
খরায় পুড়ে দেহ আমার
জ্বলছে জীবন ভর!


পড়শী আমার এমন আশেক
প্রেম সাগরে ভাসে না,
মাষুক মেরে রসিক ধরে
তাকেও ভালবাসে না!


এখন আমি ডুব সাগরে
তোমার মদত চাই,
তোমার আশায় ছিলাম বন্ধু
খড় কুটোও তো নাই!


পড়শী প্রেমে আর কতকাল
রইবে যে বেঁহুশ,
তোমার মত প্রেমিক হবার
নাই কারো হাউস।