ছড়াকার ছেড়ে গেলে
মাটির ভুবন
দো'য়া করি ভাল থেক
প্রিয় সাথী চন্দন।


অসময়ে চলে গেলে
রেখে কিছু ছন্দ
তরঙ্গে ছড়াবে যাহা
লালিত সুগন্ধ।


কবি শুধু দিয়ে যায়
করে যায় নিঃস্ব
নীরবে তাকিয়ে দেখে
অকৃতজ্ঞ বিশ্ব।