আমরা নবীন      আমরা সবুজ
   আমরা দেশের ভবিষ্যৎ,
কঠিন হাতে        হানব শাবল
   পাহাড় কেটে গড়ব পথ।


নারী পুরুষ         ছেলে মেয়ে
   চলার পথে নেইরে ভেদ,
দেশের তরে       দশের তরে
  একই সাথে চষবো ক্ষেত।


মুক্তি যুদ্ধ          দেখিনি আমরা
     মুক্তি সেনার বংশধর,
সকলের তরে    কাজ করে যাব
  ভাববো না কে আপন পর।


আমার দেশের    লক্ষ মানুষ
      সর্বহারা ছিন্ন বেশ,
সবার মুখে       আনবো হাসি
গড়বো সোনার বাংলাদেশ।


বিঃদ্রঃ কবিতাটি আমার কলেজ জীবনের। ছোট বোনের স্কুলের সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উদ্দেশ্যে ওর পক্ষে লেখা। (দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত।)