একটি ভাল কবিতা লেখার জন্য সেই কবে থেকে হাপিত্যেশ করে মরছি। পেপার, পত্রিকা, অজস্র কাব্য গ্রন্থ, শেষ মেশ বাংলা কবিতা ডট কম ! পড়ছি তো কম না, কিন্তু সেই যে প্রত্যাশা ! তার কিন্তু টিকিটিও আজ পর্যন্ত ছুঁয়ে দেখারও সুযোগ হ'লাে না। নবীন-প্রবীন, কাঁচা-পাকা কবিবন্ধু দের সুন্দর সুন্দর মন মাতানো কবিতা গুলো যখন পড়ি, নিজের উপর ভীষণ রাগ হয়, ক্ষোভ জন্মে, কিন্তু লাভ কী ! অন্তত একটা ভাল কবিতাও যদি লিখে রেখে যেতে পারতাম ! তাহলেও এই শ্রম, এই ত্যাগ, এই সাধনা কিছুটা হলেও সার্থক হ'তো। অন্তত অবজ্ঞার তো একটা জবাব হ'তো ! কেউ কী বলতে পারেন, আমার ইচ্ছেরা যেমন করে প্রত্যাশা করে, মন তেমন করে একটা কবিতা লিখতে পারে না কেন ?
আলোচনাটি ১৩২৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ১২/০৯/২০১৪, ০৯:৪৭ মি: