একটি বছর শেষে এসেছে রমাদান;
সংযমে কাটিয়ে মাস চাই প্রতিদান,
অভাবে অনটনে কাটে অভাগার দিন
তবু খোদা চান যেন মানি তার দীন ।


কেউ যদি বলে প্রভূ আমি সজ্জন
যাচাইয়ের তরে খোদা করে আয়োজন,
পরীক্ষা দিতে হবে প্রতিদিন প্রতিক্ষণ
শাস্তি পাবই সেথা হারবো যে জন ।


আলেয়া ডেকে বলে করো না রোদন
আনন্দে মেতে থাক আমারই মতন !
ভোগের সাগরে যদি অবিরত করি স্নান
নরকে নিয়ে যাবে অবাধ্য শয়তান !


সত্য ভুলে যাই বহে যবে সুখ সমীরণ
আপনার বোঝা কি আর বইবে স্বজন ?
রমাদানে করি যদি সত্যের সন্ধান
মুক্তির আনন্দ সেথা রবে বহমান ।


ক্ষুধার কষ্ট বুঝে রোজা শেষে করি পান
কতটা কষ্ট করে ক্ষুধার্ত অনাহারী প্রাণ !
আমাদের কত আছে খাবারের উপাদান
বিলাই সবার মাঝে, বাঁচুক তাদের জান ।


এসেছে সুযোগ প্রিয় ঈমানে দেই শান
ওপারে বিচার কালে থাকে যেন মান,
গোপনে দুখীজনে দুই হাতে করে দান
বিনিময়ে পাব সুখ, আল্লাহ’র অনুদান ।