ফুলবাগানের প্রজাপতি
মেলে রঙিন ডানা,
উড়ে বেড়ায় মনের সুখে
ওদের সবই জানা ।


প্রজাপতির বসবে মেলা
আসবে পরীর দল,
ভোর না হতে এসে হাজির
নামলো খুশির ঢল।


রঙ ছড়ালো, ফুল কুড়ালো
পরীর দেশের মেয়ে,
মনের সুখে ধরলো নাচন
ঘুম ভাঙ্গা গান গেয়ে।


ফুল পরীরা আদর করে
দিচ্ছে তাদের চুম,
তাই না দেখে সবার চোখে
ভেঙ্গেই গেল ঘুম ।


রঙধনুটার রঙের ছটায়
রঙিন সবার মন,
দিনের শেষে বিদায় নিয়ে
ছাড়ল ফুল কানন ।