সর্বহারার কথা তুমি আর বলো না
জীবনটা চলে যাবে, থাকবে না মাথাটা!
চাপ চাপ রক্তে ভরে যাবে মুখটা
ছুড়ি আর বেয়োনেটে ফেড়ে দেবে বুকটা!


সারাটা শরীর তব ভরে যাবে রক্তে
তখন তোমায় কেহ চিনবে না তুমি কে!
হয়তো বা দেহটা ভেসে যাবে নদীতে
না হয় খুঁজে পাবে কোন এক গর্তে!


প্রতিকার কেহ আর চাইবে না কোন দিন
সুশাসন নেই আর আইনেরও আলো ক্ষীণ!
আর যদি জোড় থাকে তোমার ওই কন্ঠে
শ্লোগানে ভুবন কাঁপাও, নেমে যাও মাঠে।


এ সমাজ ভেঙ্গে-চুরে কর তুমি খান খান
তোমাকে ঠেকাতে হবে শোষকের অভিযান,
যবে তুমি শোষকের অস্তিত্ব করবে ক্ষয়,
সেদিন হবে কৃষক, শ্রমিক, সর্বহারার জয়!



বিঃ দ্রঃ কবিতাটি ১৯৭৪ সালে রচিত