জনতার মিছিলে ছিল রফিক,
ছিল জব্বার-বরকত আর শফিক;
মায়ের মুখের ভাষার তরে
একুশের বুলেটে প্রাণ দিল অকাতরে,
তোমাদের ত্যাগ বিশ্বে পেয়েছে স্বীকৃতি,
আমরা সবাই তোমাদের কাছে ঋণী।


তোমরা মায়ের গর্বিত সন্তান;
বিশ্ব শ্রেষ্ঠ ভাষা সৈনিক তোমরা ভাগ্যবান।
তোমরা লিখেছো স্বর্ণাক্ষরে বিজয়ের ইতিহাস
অকৃতজ্ঞরা বিকৃত করে সংসদে করে পাশ!
ব্যক্তি অথবা দল; হতেই পারে না কেহ দাবীদার,
এ বিজয় ছিল আপামর জনতার।


তোমাদের খুনে রঞ্জিত পথে নামিল ঢল,
দাবী আদায়ের সংগ্রামে সবে ছিল অটল!
ঈমানী শক্তি আনিল মুক্তি সর্বশেষ,
রক্তের দামে অর্জিত হলো স্বাধীন বাংলাদেশ।