পথহারা পথিক আমি
মিছেই আঁকি আল্পনা,
ঝড় সাপটে ঘর ভাঙ্গলে
হারিয়ে যাবে কল্পনা!


কোথায় দয়াল মাবুদ তুমি
পাই না তোমার ঠিকানা,
হেলা-ফেলায় দিন কাটালাম
রয়েই গেলাম ঢের দেনা!


দেহের মাঝে ঘড়ির কাঁটা
সচল বলেই চলছে পা টা,
সুইচ তুমি করলে বন্ধ
অচল হবে এই গা টা!


আমি তোমার ইচ্ছে ঘড়ি
তুমি চাইলে আমি মরি,
এক মুহুর্ত নেই ভরসা
তবু আমি অহম করি!


করছি আমরা বিয়ে-সাদী
আশা করে বাসা বাঁধি,
কত স্বাদের খাবার রাঁধি
ভাবি না কেউ গোলাম-বাঁদী!


দম ফুরালে সব হারাবো
নিথর হয়ে পড়ে রবো,
জমার খাতা শূন্য সবই
কেমন করে ঘাট পেরুবো!