আপন স্বার্থ উদ্ধারে, বিজয়কে পুঁজি করে,
বাড়াবাড়ির মাত্রা সীমা লঙ্ঘণের
পর্যায়ে উপণিত প্রায় !
আত্মরক্ষার বিকল পন্থায় মানুষের
ক্ষীণতর শক্তি ক্ষয় হওয়ার সুযোগে
হতাশার কালো ছায়া গোটা সমাজকে
গ্রাসাভিলাসে আসুরিক থাবা বিস্তারে উদ্ধত !


আবালবৃদ্ধবনিতার যুক্তিসঙ্গত অধিকার
আজ নতুন করে অবরুদ্ধ ও শৃঙ্খলিত !
মুক্তির আস্বাদ সোনার হরিণের মত
হিংস্র পশুর আক্রমনের ভয়ে পলায়নরত !


নারীর সম্ভ্রম আকাশ সংস্কৃতির
আগ্রাসন চর্চ্চার গিনিপিগে পরিণত !
যা দৃষ্টিকটু ভাবেই বাধাহীন !
যেন নিয়তির প্রহসন !


মাদকানন্দে বিভোর যৌবনের
প্রতিক তারুণ্যের উচ্ছল প্রতিকৃতি
এমন কি আগামীর সবুজ বীজাধার
কৈশরকে বাজি ধরে স্বপ্নের সোনালী
ফসল বর্গীদের মত করে কারা আজ
লুন্ঠণে মত্ত; কারও কাছেই অজানা নয় !


তা সত্বেও নির্যাতন, অসম্মান ও
জীবনাবসানের ভয়ে পলায়ণপর মনোভাব
নিয়ে স্বেচ্ছাবন্দী জীবন যাপনে সবাই
যেন অপ্রত্যাশিত প্রতিযোগিতায় লিপ্ত !


অথচ অমরত্মের ছাড়পত্র আজাবধি
কারও জীবনকেই সময়ের সীমা অতিক্রম
করার সুযোগ করে দিয়েছে বলে জানা নেই ।


ইতিহাস স্বর্ণোজ্জল উপাদান থেকে বঞ্চিত;
সভ্যতাও মুখ থুবরে পড়ার উপক্রম !
এর দায় গ্রহণ করার দায় কার ?


মুখ চাওয়া চাওয়ি করে সময়কে নিঃশেষ
হওয়ার সুযোগ করে দিলেই কি
সময় কোন অজুহাত মানবে ?