কাব্য কেলি করছি ফেলি
সকল আয়োজন,
তবু আমার বন্ধুর মন
কেন উচাটন!


দিন-রজনী প্রাণ সজনী
পায় না আমার দেখা,
ব্যস্ত থাকি এই আসরে
নিয়ে কাব্য লেখা।


পান থেকে চুন খসে যখন
খামচি দিয়ে ধরো,
হুমকি-ধামকি, দাও উপাধি,
পারলে ধরে মারো!


মাথা ঘামাও, কলম চালাও
আসর জমুক রসে,
মিষ্ট ভাষা নষ্ট করে
ভরছো আসর শ্লেষে!


সত্য ন্যায়ের পক্ষে কবি
জানতাম এতদিন,
হৃদয় ফেটে কান্না আসে
হচ্ছে আশা ক্ষীণ!


কবির কলম হলে জখম
মোহের ফাঁন্দে পড়ে,
দেশ-জনতা যাবে কোথা
সত্য যাবে মরে!