মুক্ত হাওয়ার আশীর্বাদে
কোন কিছুই অবরুদ্ধ নয়!
আবার সবই আছে নিয়ন্ত্রনে,
এমন কি মানুষের ইচ্ছাও!


স্বদিচ্ছার স্ফুরণ মানেই
স্বপ্ন হত্যার পূর্বাভাস!
এ যেন ইতিহাসের দায়কে
অবজ্ঞারই অত্যুৎসাহী অভিলাষ!


নির্জীব জনপদ প্রত্যাশিত অলঙ্কার!
যেন ক্ষয়িষ্ণু সভ্যতারই উপহার!
ভাবাবেগ বুঝি সুপ্ত আগ্নেয়গিরি,
যেখানে হয় নিরন্তর দ্রোহের চাষ!


কেন্দ্রীভূত ক্ষমতাই উন্নয়নের চাবিকাঠি!
স্বাধীনতার চেতনার বিমূর্ত প্রকাশ!
মুক্তির বিনম্র অঙ্গীকারের সুস্থ ও
সাবলীল পরিণতির কাঙ্খিত প্রয়াস!


অতএব, সৃষ্টি হোক আজ্ঞাবাহী!
প্রণয় থাক, পরিণয় থাক, থাক-
মাদকতাময় বিনোদের মুক্ত সুখ;
রবে না শুধু সত্য উচ্চারণে স্বত্ববান্!