আমার কাছে স্বপ্ন আছে
তোমরা যদি চাও,
টাকা পয়সা চাই না কিছুই
একটু দো’য়া দাও।


নিজের কোন নেই প্রিয়তা
স্বপ্ন বেচে খাই,
স্বপ্ন ছাড়া এই জীবনে
অর্জন কিছু নাই।


স্বপ্ন আছে তাই তো আছি
স্বপ্ন আমার ধ্যান,
স্বপ্নের একটা মূর্তি গড়ে
জাহির করি জ্ঞান!


অতীত নিয়ে ব্যবসা করি
নতুন কিছু নাই,
অতীত স্মৃতির গীতি দিয়ে
স্বর্গটা সাজাই!


এমনি করেই যায় যদি দিন
করবো কেন কষ্ট,
খাটাই যদি নিজের বুদ্ধি
ইমেজ হবে নষ্ট!


তাই তো আমি বাতাস বুঝে
উড়াই নায়ের পাল,
স্বপ্ন স্রোতে গা ভাসিয়ে
কষে ধরি হাল!