মাদক সাগরে নিমজ্জমান জাতি!
নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা কোথায়?
সাক্ষ্য দেবে ইতিহাস আগামীকাল,
সময় বলে, ‘ইতিহাস কথা কয়’।


আশ্রিত সন্ত্রাসীর শেকড় লুকাবে কোথায়?
দিন-তারিখ সহ লেখা রবে সব সাল,
উঠেছে প্রসব বেদনা, ‘সত্যনিষ্ঠ’ আসবে কাল;
দেখে নিও, শেকড়শুদ্ধ নির্মূল হবে পঙ্গপাল!


আমি থাকবো না, থাকবে আমার কলম;
লাল-নীল-সবুজ কবিতা লিখে যাবে ওরা,
লিখে যাবে মুক্তির জয়গান অনন্তকাল;
সত্য সরোবরে শুদ্ধতা পাবে ধর্ষিতা বসুন্ধরা!


‘সত্যনিষ্ঠ’রা ইতিহাস খুঁড়ে খুঁড়ে বের
করে আনবে সভ্যতার কলঙ্কিত সেই সব মুখ,
পরমাত্মাকে সাক্ষী রেখে আত্মাকে বেচে
যারা কালের স্রোতে ভেসে ভেসে খুঁজেছে সুখ!


যারা মুক্তির অঙ্গীকারকে পুঁজি করে করে
গড়েছে স্বপ্নের আবরণে বিস্তৃত কারাগার!
ওরা শূন্যতার তত্ত্বে মেতে চিরঞ্জীব হতে চায়!
অথচ নিজের অজান্তেই একদিন হবে ছারখার!