ঠোঁট কাটার আবার শুভাকাঙ্খী!
নষ্ট মানুষের অর্থের দাপট আর ক্ষমতার প্রভাবে
প্রিয়দের সংখ্যা যখন পৌঁছে যায় শূন্যের কোটায়,
তখনই জগদ্দল পাথরের মত চেপে বসে দুর্ভাগ্য!


দর্শনের ঘর্ষনে বদলে যায় চালচিত্র!
বদলে যায় প্রেম-ভালবাসার সম্পর্কও!
আপনও পর হয় স্বার্থের কারণে!


স্মৃতির পাতা থেকে শৈশব, কৈশর, তারুণ্য
ব্যাঙ্গের হাসি হেসে ভাবে বুঝি জীবনকে কতটাই ঘৃণ্য!


মাঝে জোটে চাটুকার, সুবিধার ভাগীদার;
পরান্নে গড়ে যারা আপনার ভাগ্য!


দিনে দিনে বেড়ে যায় প্রলাপ আর অপলাপ,
যোগ হয় নিপীড়িত মানুষের পূঞ্জিত অভিশাপ!
ফলাফল শূন্য! আক্ষেপ, হতাশায় নত হয় শির,
সাময়িক হার-জিতে তছনছ হয়ে যায় শান্তিনীড়!