জীবন ঘনিষ্ঠ কিছু কথা যদি কাব্যময় হতো আমার কলমে;
যা জীবনকে জীবনের পথ ধরে এগিয়ে যাবার প্রেরণা যোগাতো!
আমি তো হারিয়েই যাবো কালের গর্ভে;

হে রহস্যময়ী পৃথিবী!
তুমি যখন ন্যুনতম ভালবাসা দিতেও কার্পণ্য কর!
যখন লালিত স্বপ্নগুলোকে নিয়ে লুকোচুরি খেল!
হারিয়ে যাবার পথ তখন পিচ্ছিল হয়ে উঠে নোনাজলে!
আমার হৃদয়ের গভীরে তখন অঙ্গার জ্বলে!
তোলপাড় করে আনন্দহারা বেদনার ঝড়!


ঠিক তখন!
ঠিক তখনই আমার দুর্বলতার সুযোগ বুঝে
লোভ, মোহ, প্রলোভন খামচে ধরে!
আমি অবাক বিস্ময়ে দেখি আমার পরাজয়!

আমি যেন গড়িয়ে পড়তে থাকি কৃষ্ণ গহবরে!
সহস্র কন্ঠ আমাকে ধিক্কার দেয়!
তবু আমি হিংস্র হায়েনার মত,
বিষধর গোখরোর মত ছোঁবলে ছোঁবলে ক্ষত-বিক্ষত করি পুস্পিত জমিন!

যেখান থেকে মাথা তুলে দাঁড়াতে চায় স্বপ্নের অঙ্কুর!
আমি অনির্বাপিত অগ্নি শিখার মত নিরন্তর জ্বালিয়ে-পুড়িয়ে
ছাড়খার করে দিতে অঙ্গীকার করি!
অথচ আমি চিরঞ্জীব হবার শপথ নিতে নিতেই অদৃশ্য হয়ে যাই দৃশ্যপট হতে!