ক্ষণ প্রভা জীবন
জগৎকে করে আলোকময়;
স্বপ্নীল আকাশে আঁকে বর্ণিল আল্পনা,
কখনও অহমিত পদভারে কাঁপায় ভুবন!


কখনও ভালবেসে
রচে যায় আপন মনে ঘর,
যেখানে চলমান খুনসুটি-আলাপন;
ছুঁয়ে যায় স্মৃতির মিনার থেকে শান্ত পবন।


সোনালী অতীত এসে
দোলা দিয়ে যায় বারে বার,
সুজন-দুর্জন ভিড় করে চারিপাশে
খেলা করে সুখ-দুঃখ, আলো আর আঁধার!


কখনও ভাবি না আমরা কেউ!
একেবারে নিভে যাবে আলোর প্রদীপ,
নিয়মের ভেলা এসে নিয়ে যাবে অসময়ে;
অজানা কোন দেশে যেতে হবে ছেড়ে এই দ্বীপ!