সুপ্ত ব্যথার কান্না যখন ঝরায় অশ্রুজল
হৃদয় মাঝে ঋতি তখন রয় না অবিচল,
স্মৃতির সারি গুমড়ে মরে দহন যন্ত্রণায়
ক্লান্তি এসে দু:খ বাড়ায় নিঠুর বঞ্চনায়!


পথের মাঝে পথ হারালে হবো নিরুদ্দেশ;
কৃষ্ণবর্ণ জমাট বেঁধে বাড়িয়ে দিবে ক্লেশ,
আলোর শিখা খুঁজতে থাকে বিচলিত মন
স্বপ্নে দেখে সুখের ননী বাড়ে দুখের ক্ষণ!


এমনি করেই দিবানিশি চলতে থাকি পথ
প্রদীপ যখন নিভে যাবে থেমে যাবে রথ,
ফিরতে হবে রিক্ত হাতে অচিন ঠিকানায়
কেমন হবে কার নিয়তি, জানেন দয়াময়।