নিত্যনৈমিত্তিক উষ্ণ খবরে জ্বলছে লালবাতি!
কারো শিথিল ক্ষণগুলো ব্যঙ্গ করছে তাকেই,
যারা অবজ্ঞা করছে ঘৃণাভরে চলমান সংকট
তাকেই দংশন করে কালের নির্মম প্রতিফল!
জানি না এর নাম ভাগ্যলিপি নাকি খেসারৎ!


সবাই জানে ফ্যাসিষ্টদের বড় হাতিয়ার হলো,
অপবাদের সাথে ঘৃণা মিশিয়ে বাজিমাৎ করা!
আনন্দে নাচে তৃতীয় বাচ্চা! দেখে যারা তুষ্ট!
যদিও, বিনিময়ে কদাচিৎ ভোগ করে উচ্ছিষ্ট!
তবুও, ভাঙ্গছে নদীর পার! কান পেতে শুনো!


মানুষের হৃদয় মাঝে যদি নাই থাকে মনুষ্যত্ব  
তবে কি মানুষ তাকে, সুমানুষ বলে ডাকবে!
তারই প্রমাণ ক্রমান্বয়ে দৃশ্যমান হয়ে উঠেছে!
জ্ঞানের ক্ষয়িষ্ণু ভগ্নাংশ ব্যথা পেয়ে মোচড়ায়!