প্রেম!
এক সার্বজনীন অনুভবের সরল অধ্যায়।
যা হৃদয়ে সৃষ্টি করে গভীর আবেগ।
সুখের ভেলায় চড়িয়ে নিয়ে যায় স্বপ্নলোকে।
শ্রাবণ সেই অন্তরঙ্গ সময়েরই অপরূপ অনুষঙ্গ,
যা গভীর তরঙ্গ হয়ে কাছে আসে।
নির্মল ভালোবাসায় ঘটে হৃদয়ের আনন্দ প্রকাশ।


অথচ, মানুষ যখন শয়তানের ধোঁকায় পড়ে বিভ্রান্ত হয়,
তখনই সে ভালোবাসার কথা বলে অন্যায় পথে পা বাড়ায়!
এ কারণেই তারা সমাজের বুকে ঘৃণীত হয়ে যায়।
আবার তারাই তাদের প্রতি আঙ্গুল তুলে
অর্বাচীন বলে পরিচয় করিয়ে দেয়!
একেই বলে বুঝি ভাগ্যের নির্মম পরিহাস!