প্রেমের ফাঁন্দে বন্দী হয়ে
স্বপ্ন দেখি রূপকথার,
ছন্দে ছন্দে আসবে প্রিয়
আসবে আমার রাজকুমার।


ঘোড়ায় চড়ে টগবগিয়ে
পৌঁছে যাবে সিংহদ্বার,
মন পাপিয়া গাইবে নন্দে
পাবার আশায় উপহার!


পালকি চড়ে যাব সাথে
নতুন বাড়ি, নতুন ঘর,
আলতো করে ছুঁয়ে দিবে
যে জন হবে আমার বর!


বন-পাহাড়ের উজান পথে
হুন-হুনা-হুন গাইবে গান,
স্বপ্নকুমার আসছে সাথে
তাইতো আমার নাচছে প্রাণ।


রংবেরঙের হাজার স্বপ্ন
খেলছে কেমন হৃদ মাঝার,
স্বপ্ন আমার সফল হবে
আশিষ যদি পাই রাজার।