অসুস্থ জগতে জীবনের ঝুঁকি বাড়িতেছে প্রতিদিন!
এ বিশ্ব আজ আর বাসযোগ্য নেই, হয়েছে মলিন!
প্রকৃতি নেমেছে আন্দোলনে-অনিয়মের বিচার চায়
সর্বত্রই আজ তারা মানুষের অশিষ্টের নমুনা পায়!


মানুষ হয়েছে দুর্বৃত্ত! ধ্বংস করছে উত্তম পরিবেশ;
তারা নদীকে রুদ্ধ করে! করে পর্বত কেটে শেষ!
সাগরে বর্জ্য ঢেলে পানি দূষণ করে, কি উচ্ছৃঙ্খল!
অতিমুনাফার আশে ফর্মালিন দিয়ে নষ্ট করে ফল!


বৃক্ষ কেটে করে দুষ্কর্ম, প্রতিবেশের করে সর্বনাশ!
বারুদ নিয়ে করিছে খেলা, টানিয়া ধরে না রাশ!
মেধাহীন মানুষ, তবুও জ্ঞানী ভেবে লিখে বিধান
যার মাঝে অজস্র ভুল, তাইতো পায় না পরিত্রাণ!


তাকেই আবার বলে সার্বভৌম! কি উদ্ভট প্রহসন!
প্রতিপত্তি নিরঙ্কুশ করার তরে, করে নিয়ম বর্জন!
মানুষে মানুষে বাড়ে সংঘাত, নেমে আসে বিপর্যয়
তাইতো এই অবনী আজ আর বাসের যোগ্য নয়!