রাজনীতি এখন হলুদ খামে!
ইসলাম আমার অঙ্গীকার;
চুক্তি করেছি আল্লাহ্’র সাথে
‘তিনি ছাড়া প্রভূ নেই আমার।’


মুহম্মদ(সাঃ)তাঁর প্রেরীত রাসুল
পরিচিত বলে,‘আল-আমিন’,
তাঁর সাথে করি কত বেয়াদবী!
তিনি ছাড়া কেউ পাবে জামিন?


কার হাতে গড়া এই পৃথিবীটা
চলবে জমিনে কার আইন?
এ সব প্রশ্নে ঢের কথা হয়
উপেক্ষিত হন তাঁর মোমিন!


মতবাদ নিয়ে করি মাতামাতি
করতে পারি না মৃত্যু রোধ!
কিভাবে বৃদ্ধি পায় এ দেহটা
কোথা থেকে আসে বুদ্ধি-বোধ?


সূর্যটা যদি সৃষ্টি না হতো
কেমনে ফলিতো সোনালী ধান?
বৃষ্টি-বরফ না থাকলে ধরায়
মিঠা পানি বিনে মরতো প্রাণ।


বললে সে কথা রইবে না জান
মানুষেরই ভাষা করে প্রমাণ,
অহমিত জনে ফোঁসে প্রতিক্ষণে
অথচ তাহার-ই কিবা অবদান?


অবিনশ্বর নয় পৃথিবীটা
সকলেরই তরে পরীক্ষাগার,
ভুলে গেলে হবে সেটা মহাভুল;
কেননা, আল্লাহ্-ই শক্তির আধার।