নেশার পসরা নিয়ে এসেছে সওদাগর;
হিম হ’লো তরুণের রক্ত,
ইথারে ভাসিয়ে দিল নীলের অশীল খেলা
যৌবন হ’লো তার ভক্ত!


বিচলিত মানুষের বিবর্ণ অভিলাষ
হারিয়েছে জীবনের স্বপ্ন,
বাড়ন্ত উত্তাপে লালায়িত কামুকেরা
জলসা ঘরে সবে মগ্ন!


নিপীড়িত সময়ের সকরুণ অভিশাপে
বাতাসে বাজে রণ ডঙ্কা,
হারিয়ে অধিকার! জনতার হাহাকার!
অনুভবে জীবনের শঙ্কা!


রুখে দাও হায়েনার ভয়াল অট্টহাসি
থেমে যাক জননীর কান্না,
বড় বাড় বেড়েছে শকুন-চিলের নখ!
মুক্তি পাক শিশু কন্যা!


নবীনেরা দিক ডাক অমানিশা কেটে যাক;
বয়ে যাক আনন্দ বন্যা,
কষ্ট ঘুঁচে যাক, বেদনা মুছে যাক,
প্রবাহিত হোক সুখ ঝর্ণা।