জীবনের জটিল পথে কুটিল মানুষ করে ভীড়!
কখনো ছন্দে চলি কখনো হারিয়ে ফেলি নীড়!
কোথায় থাকে মনের প্রভা কোথায় থাকে শির;
পথের মাঝে পথ হারিয়ে, থাকি না আর বীর!


নানা রকম প্রলোভনে মিষ্টি কথার ফাঁদে পড়ে
নষ্ট হয়ে কষ্ট বিলাই! মানব জাতি হয় অস্থির!
ছলাকলায় ভুলিয়ে দিয়ে গড়ছি অঢেল নজির;
কেউ বোঝে না কেযে সত্য, কেযে ভন্ড পীর!


নিজের আখের গুছিয়ে নিয়ে ছাড়ি নদীর তীর
কেউ কেউ তখন হারিয়ে গতি হয়ে যায় সুধীর,
এমনি করে বক্র পথে ফাঁকি দিয়ে খাচ্ছি ক্ষীর!
তাইতো আমি অনেক ধনী কেউবা হয় ফকির!