এ জীবন যেন প্রহসন! কবিতার মত নয় ছন্দময়;
রজনী অনেক বড়, মেঘে ঢাকা দিবসেও ছিল না জয়,
প্রতিকুল পরিবেশে উজানে চলেছি হেঁটে অনেক দূর
তবুও পাইনি খুঁজে সুখের নীড়, যেথা বিছাই মাদুর!
লোকালয় ছেড়ে ছেড়ে দিগন্ত ছুঁয়েছি কত রাত্রি-দিন
অশান্ত মন নিয়ে পথের ধুলো মাখি ক্লান্তি-হীন,
এখনও আশা নিয়ে বাঁধিতে চাই বাসা অচেনা বিভূঁই
সাহসের অসহনে সামর্থ্য অনটনে হয় না কিছুই ।


জীবন তো একটাই! কেন যে ছুটে চলা কিসের নেশায়
সকলই মিছে হলো, হিসেব কষে কষে এই অবেলায়,
অবশেষে বসে দেখি ঘরে ফেরা অগনিত পাখির ঝাঁক
সময় ফুরোবে যবে আসবে তখন সেই শেষের ডাক,
যবনিকা ছুঁয়ে যাবে, ধরণী ছেড়ে হবো মাটিতে বিলীন
প্রহসনে প্রহসনে প্রহর কেটে গেল রয়ে গেল ঋণ!