প্রিয় কবি প্রণব লাল মজুমদার দাদার গতকাল আসরে প্রকািশত "ফাইভ-জি" কবিতার মন্তব্যের ঘরে দেয়া কবিতাটি  আজ আসরে প্রকাশ করলাম।  কবিতাটি কবি প্রণব লাল মজুমদারকেই উৎসর্গ করলাম।


প্রযুক্তি কখনো আশির্বাদ কখনো অভিশপ্ত!
কখনো প্রচারমুখী মানুষের আশ্রয়স্থল,
কখনো সভ্যতা বিনাশীদের অভয়ারণ্য!
প্রযুক্তি যখন অভিশপ্ত, তখন ভ্রান্তির ভূস্বর্গ;
যেন লাগামহীন অশুভ শক্তির ছত্রছায়া।


কখনো বা নির্মম ভাবে সত্যকে উপহাস করে-
কখনো হয় বিলাসীদের অদমিত-উর্বর ক্ষেত্র!
যেখানে কর্ষণ করে জারজ প্রজন্ম উদ্ভট লাঙ্গলে!
যেখানে অঙ্কুরিত হয় অনৈতিক নগ্নতার দুষ্টচক্র!


ঘরের কথা পরকে বলার বিশাল মঞ্চ হয়ে
নিভৃত জীবনের নান্দনিকতার বেফাঁস খেলাপ!
অপলাপ আর অশ্লীলতার মহারক্ষক হয়ে
বিনষ্ট করে সামাজিক ভারসাম্যের মাধুর্য!


প্রযুক্তি স্বপ্নকে ছুঁয়ে দেখার সহায় হলেও
উগ্রতার বীজ বপনেরও আগ্রাসী মারণাস্ত্র!
প্রযুক্তি এমন এক অদৃশ্য জগতের প্রনেতা,
যার গর্ভে জন্ম নেয় কিম্ভুতকিমাকার ছত্রাক!