প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করা যায়;
কিন্তু, অদৃশ্য করোনার বিরুদ্ধে নয়!
তাইতো প্রবলরাও আজ আত্মরক্ষার্থে
নিজ থেকেই আত্মগোপনে চলে গিয়ে
পায় কোয়ারেন্টাইনের মসৃণ আশ্রয়!
এরই মাঝে কেউ কেউ ধরাশায়ী হয়!


শহর-বন্দর-নগর যেন হয়েছে অচল!
মানুষ আপন স্বার্থেই আজ বন্দীদশায়!
কত শত কর্মসূচী নিত্য হচ্ছে বাতিল!
দেশে দেশে হয়েছে রদ বিশেষ সফর!
ব্যবসা-বানিজ্য, শিল্প, কল-কারখানা
ক্রমে স্থবিরতায় নিপতীত, মহাবিস্ময়!


আমদানী-রফতানী সব হুমকির মুখে!
বিশ্বসেরা শাসকবর্গও ভয়ানক তটস্থ!
লাশের মিছিল দেখে পরাশক্তি অতিষ্ঠ;
গণকবরে নামিয়ে দেয় লাশের কফিন!
ক্রমে অসন্তোষ দানা বাঁধে মিত্র মাঝে
দোষারোপের চর্চা চলছে দিবস-রাতে!


হায়! মানুষের শক্তি কতই না ঠুনকো!
কোন কাজেই আসছে না পারমানবিক
অথবা রাসায়নিক আগ্নেয়াস্ত্র-মারনাস্ত্র!
তবুও আমরা সংযত নই উচ্চাকাঙ্খায়!
জীবন কত ক্ষণস্থায়ী, করছে উপহাস!
মরীচিকার কাছে হেরে যাই বার বার!