বিস্মৃতির অতলে প্রায়ই তলিয়ে যায়
যৌবনের শত-সহস্র রঙ মাখা স্বপ্ন!
যেখানে সুখের জোয়ার থাকে, থাকে-
কষ্টের সুরে গাঁথা কত বর্ণহীন লগ্ন!


প্রাণের আল্পনা মুছে যেতে কতক্ষণ!
তবু আশাবাদী নর-নারী এঁকে যায়;
যদিও ছন্দহীন তাল-লয়ে লাগে জট-
দুপুরের রৌদ্রে বয়ে যায় উত্তপ্ত বায়!


হৃদসিন্ধুর যাত্রী, যদি দুঃসাহসী হয়;
তবুও, কখনো হয় বাকরুদ্ধ-উদাস!
ক্ষণের বাঁকে বাঁকে আসে যদি ঝড়-
প্রলয়ের আশঙ্কায় হবে হৃদয় হতাশ!


প্রণয়ীর আকর্ষণে প্রহরী নাগর হলে
সুরভিত ফুলের মত করে অভিলাষ,
অথচ ছলনা এসে যদি হেঁয়ালি করে-
তবে বিরহ-বেদনা করে অন্তর গ্রাস!


তবুও নবপ্রাতে আলোকিত মন বলে
এসো প্রিয়া গড়ে তুলি নব আবাসন,
তবেই কাটবে ফাঁড়া, জাগাবে আশা-
চলবে নতুন ফুলের লোভন আলাপন।