একটা অলস অবসরে যদি অঝোর ধারার
বৃষ্টির সাথে দেখা হয়ে যায়, তাহলেই-
উতলা মনকে আর ধরে রাখা যায় না!
নিজের অজান্তেই পালিয়ে যায় স্মৃতির পাথারে!
তখন কত কিছুই যে ইচ্ছে করে, সে কথা বলার নয়!
নৈঃশব্দ্যের আঙিনায় বৃষ্টির গান শুনলে
মনের অজান্তেই হৃদয়ে সৃষ্টি হয় অভাবনীয় আবেগ!
হারিয়ে যায় মন অজানা দূরের কোন শূন্যতায়!
যেখানে ভিড় করে সংগোপনে অজস্র স্বপ্ন অবলীলায়।
নীরবে-নির্জনে হৃদয় স্বপ্ন বোনে জাপটে ধরে প্রেম!
ইচ্ছে করে সুখের মঞ্জিলে করি অবিরত সন্তরণ।
আরেকটু প্রশান্তি চায় তৃষিত মন কল্পনায়
কাঙ্খিত ভালোবাসার মানুষের ছায়ায়।
যেন তার ছোঁয়ায় পূর্ণতা পায় বঞ্চিত জীবন!