‘শান্তি’ নোবেল জয়ে নিজেকে ভাবে সে ধন্য
তাই বুঝি নেত্রী অং সান সুচি আজ অন্ধ!
‘শান্তির পায়রা!’ ঘাতক নামে হলো গণ্য!
গণতন্ত্রের প্রষ্ফুটিত ফুল ছড়ায় বাতাসে দূর্গন্ধ!


ক্ষত-বিক্ষত যখন রোহিঙ্গাদের রক্তাক্ত গতর
বিশ্ব রাজনীতি নতুন করে প্রসব বেদনায় কাতর,
‘মুসলিম’ বনাম বিশ্ব মানবতা আজ মুখোমুখি!
সত্য আবার ভূমিষ্ট হবে সৌন্দর্য সারাগায়ে মাখি।


বিশ্ব সম্প্রদায় আজ দ্বিখন্ডিত; যা প্রকাশিত সত্য!
টিম্ টিম্ করে জ্বলে একদিকে নিপীড়িত মুসলিম,
ভিন্ ধারে হুঙ্কার ছাড়ে দাজ্জালের অনুগত ভৃত্য!
‘মানুষ’ নামে পরিচিত, শক্তিতে ওরা কি অসীম?


রোহিঙ্গা মুসলিম; পড়ে না মানুষের সংজ্ঞায়!
পরিপাটি জৌলুসে “মানুষের সভ্যতা” চমকায়!
আসন্ন সঙ্কটে দেউলিয়া দর্শন মৃত প্রায় শঙ্কায়!
অভিন্ন আক্রোশে মিলিয়েছে হাতেহাত জিঘাংসায়!


ক্ষমতার দাপটে ওরা মেতেছে একসাথে লোপাটে;
গুলি, বোমা, ধর্ষণে, আগুনে মারে ওরা সপাতে!
অনিয়মই নিয়ম যেন, নেই কারো চোখে লাজ!
মুসলিম নিধনে উন্মত্ত! যেন এইটাই বড় কাজ!