তোমাদের কাছে কি পাওয়ার আছে!
হয়ে গেছি বিভ্রান্ত!
মানব রচিত দর্শনাঘাতে
বিশ্বটা ভারাক্রান্ত!


নিবাস হারালো ক্লান্ত পথিক
তোমাদের ষড়যন্ত্রে,
ছদ্মবেশীরা প্রতারণা করে
সুখ নেই জনতন্ত্রে!


মানবতা নিয়ে রাজনীতি কর
নির্মাণ কর দ্বন্দ্ব,
মাকাল ফলের বাইরে চমক
অন্তরে দুর্গন্ধ!


স্বার্থের তরে সজ্জন সাজো
লুটে নাও মনিমুক্ত!
লাভের হিসেবে গরমিল হলে
ঝরাও মানব রক্ত!


আসবে সে দিন বেশি দূরে নয়
প্রকাশিত হবে সত্য,
গজবের ঘাতে পরাজিত হবে
দলে বলে হবে লুপ্ত।