জীবনের গল্পগুলো যদি বড়ই মধুর হয়
স্বপ্নরা ভিড় করে প্রতিক্ষণ,
রংধনু ভালো লাগে-ভালো লাগে পূর্ণিমা
সুঘ্রাণে পূর্ণ হয় হৃদয়-মন।


ঝিরিঝিরি বরষায় বিগতরা কথা কয়
হৃদয়টা হয় বড় উচাটন!
স্মৃতির মিনার থেকে বাসন্তী সুর আসে
একান্তে ছুঁয়ে যায় সমীরণ।


ভালোবেসে পাশে বসে মধুর ছন্দে গায়
অজান্তে মনে হয় প্রিয়জন,
মিলনের মোহনায় কানেকানে কথা কয়
অলিতে ভাবে বুঝি মধুবন।


নিশীথে ভেসে উঠে মধুমাখা সেই মুখ
ইশারায় হয় কত আলাপন,
মুহুর্তে ভুলে যাই ফেলে আসা দহনকে
ভুলে যাই সবটুকু জ্বালাতন।


ভেসে আসে চেনা সুর মনে হয় বহুদূর
প্রহর কেড়ে নেয় প্রিয়াঙ্গন,
কখনো ভাবি বসে আসতো যদি হেসে
প্রতীক্ষা হয়ে যেত সমাপন।