দিগন্ত জোড়া স্বপ্ন ছিল-
ছিল প্রত্যাশার বিশাল মিছিল!
অমানিশার আঁধারেও তাই খুঁজেছি পথ;
প্রমত্তা পদ্মার ঢেউয়ের আড়ালে লুকিয়ে
শুনেছি গানবোটের ভয়াল আওয়াজ!


কালের বিবর্তনে সকলই বিবর্ণ হলো-
ভূমিষ্ঠ হলো ঢের প্রকৃতির সন্তান!
ওরা শূন্যবাদে ভর করা বহুরূপী!
খেলে যায় কত খেলা বেপরোয়া!
ওরা সর্বকালেই শেকড়ে ঢেলেছে বিষাক্ত জল!
পটভূমি উপেক্ষা করে গড়েছে আজব মঞ্চ,
অভিনয় পুঁজি করে লুটেছে মূল্যবোধ!
তৃণমূলে ছড়িয়েছে বিষাক্ত ভাইরাস;
সম্মোহনের ধূম্রজালে করেছে সর্বনাশ!


সাদারা সেথায় হলো কালোয় বিলীন,
যেথা জ্বলেছিল একদিন সত্যের আলো;
তাদেরই কাছে ওরা হলো নত শির-
যারা চির অভিশপ্ত পায়ের ধুলো!