শেকড়বিহীন অসার যারা
আজকে তারাই মুখ্য ধারা,
ভোজবাজির এই খেলাঘরে
যমের বিধি উল্টো ঘোরে!


প্রভাবশালীরা দম্ভে বেতাল
মদ-মাদকে সবাই মাতাল,
প্রতিবাদের ধার ধারে না
কারণ, বাকি সবই রাখাল।


রক্ত ঝরায় নখের আঁচড়
পালায় দেখে সকল খেচর,
শরের ঘায়ে ঝরছে পালক
শরম পেয়ে পালায় সলক!


মাতৃ অশ্রু বাঁধ মানে না
গুম হলো কোথা সন্তানেরা,
হৃদয় কাঁদে করুণ গাঁথায়
চমকিত হয় নতুন প্রথায়!


নজর কাড়া রঙের বাহার
হৃদয় পাড়ায় করছে প্রহার,
নতুন ভোরের দীপ্ত প্রভায়
উঠবে রবি কাটবে আঁধার।