হে মহান খোদাতা’লা তুমি দয়াবান,
তোমার কাছেই করি আত্মসমর্পন;
যতই থাক না বন্ধু, থাক প্রিয়জন,
এপারে-ওপারে শুধু তুমিই আপন।
স্বার্থের এ পৃথিবীতে হয় আলাপন,
স্বার্থ পূরণ হলেই সাজে মহাজন!
তিক্ত ভাষার স্বাদে রিক্ত হয় মন
অবহেলা-অনাদরে কাটে সারাক্ষণ!


চাই না গো কোলাহল, দিও নিরবতা
তোমাকে স্মরিতে যেন পাই নির্জনতা।
অনলে দিও না ফেলে, তুলতুলে দেহ
ঘৃণা যেন করি খোদা দুনিয়ার মোহ।
তোমার করুণা ছাড়া মিলবে না মুক্তি
তাই তো তোমারে খোদা করে যাই ভক্তি।