যা কিছু করেছি আগে
সবই ছিল ভুল,
মরীচিকার পিছু নিয়ে
হারিয়েছি কুল!


আকাশে বুঝিনি মেঘ,
পড়েছিল বাজ!
হৃদয় জুড়ে রক্তক্ষরণ
করছে বিরাজ!


বিশ্বাসে ধরেছে পচন
প্রলয় সন্নিকট!
অগ্রে বাজবে ভয়াল
নিনাদ বিকট!


বিপদ হবে ঢের, সমন
যদি হয় জারি,
জ্বলন্ত আগ্নিশিখা দেখ
জ্বলে সারি সারি!


ভুলের মাশুল দিলেই
বাঁচবে ঈমান,
নিজেকে শুধরে নিবে
যেজন ধীমান।