ধর্ম এখন খেল-তামাশা!
ব্যঙ্গ করে হর-হামেশা!
অচেতন মা’র পুত!


শিক্ষা যদি দিতো মায়ে,
যত্ন করে মাখতো গায়ে-
ধরতো নারে খুঁত!


পরিমার্জিত হবার তরে
বিকতো না সে অণুদরে,
পেতো শান্তির ঘ্রাণ;


ভাবতো সৃষ্টি ধাঁধা নিয়ে-
জ্ঞান-গরিমা-মেধা দিয়ে,
মিলতো প্রভুর দান।


কবি জগদীশ চন্দ্র মন্ডলের গত ১৬/০১/২২ তারিখে প্রকাশিত “খোকার প্রশ্ন ও মায়ের উত্তর” কবিতায় করা আমার এ মন্তব্যটি (ছড়া-কবিতাটি) কিঞ্চিৎ সম্পাদনা করে আজ আসরে প্রকাশ করলাম, তাই ছড়া-কবিতাটি কবি, জগদীশ চন্দ্র মণ্ডলকে উৎসর্গ করলাম।