বুকের গভীরে কিছু স্বপ্ন লুকিয়ে আছে,
লুকিয়ে আছে কিছু বেদনার ভ্রুণ।
দহনের যাতনায়, প্রেমের সমাধি হয়
অবিরত জ্বলে হৃদে তুষের আগুন!


মিলনের মোহনায় ভালবাসা গতি পায়,
ছন্দ ডানা মেলে সুরের ছোঁয়ায়,
আকাশের রংধনু রঙের ফোয়ারা দিয়ে
বিরহের ক্ষতটুকু মুছে দিতে চায়।


বৈকালী আলো-ছায়া বাড়ায় শুধু মায়া
পান্থ হারিয়ে পথ ফিরে পেতে চায়,
ধুসর বালুচরে মমতা হারায় মরু ঝড়ে
দুঃখরা দল বেধে আসে অবেলায়!


তবু সবে মুক্তির দিন গুনে বৈরী সময়
নীরবে-নির্জনে ব্যর্থরা অশ্রু ঝরায়,
সুদিন আসবে বলে আশা করে অকপটে
বিশ্বাস রাখে যারা প্রভূর দয়ায়।