এই জগতে তুমি ছাড়া
আপনতো কেউ নাই,
এলাম একা যাব একা
তোমায় যেন পাই।


চিরকালীন মুক্তির আশে
তোমার আশিষ চাই,
তাইতো আমি জীবন ভরে
কষ্ট স’য়ে যাই।


এই দুনিয়ার সুখের তরে
চাই না সে দর্শন,
যে দর্শনের চাপে করবো
সত্য বিসর্জন!


মূর্খ হয়ে বাঁচার চেয়ে
শ্রেষ্ঠ যে মরণ,
লোভীজনের ঘৃণ্য পথের
চাই না সে জীবন।


হে দয়াল আল্লাহ্ আমার
এটাই আমার পণ,
ক্ষমা করে দিও গুনাহ
করছি নিবেদন।