শ্রাবণের শেষে ঝরিছে বরষা
ধরেছে হৃদয়ে নেশা,
যুগলে বসিয়া করে আলাপন
চোখে নাচে নানা ভাষা !


হতে পারে এটা মধু অভিসার!
কামনা সর্বনাশা!
কাছাকাছি এসে কানে কানে বলে
ঝড় তোলে ভালবাসা!


উতলা ভ্রমরা ঝুলন সহে না
করে যায় অনাচার,
প্রহর ব্যাপিয়া করে জ্বালাতন
ত্যাজী কাজ পানাহার!


অনাদিকালের তৃষিত সুহৃদ
খুঁজে মরে দেহে ছন্দ,
প্রণয় তিথিতে রমণী রমণে
আহা! কি পুলকানন্দ!


ফেনিল সাগরে সাঁতারু যেমন
করে নিবিড় সন্তরণ,
অগ্নিগিরির জ্বালামুখে ঝরে
অভীপ্সিত প্রস্রবণ!