আকাশে মেঘের ভেলা, চলে নিরবধি
জমিনে চলিছে ধেয়ে, স্রোতস্বিনী নদী,
রূপালী কাশের মেলা, বসে বালুচরে
মাঝি গায় প্রেমগীতি, ভাটিয়ালি সুরে।
নববধু পাল্কি চড়ে, ভিন গাঁয়ে ধায়
বধুয়ার মনোমাঝে, সাধ খেলে যায়,
আঁচল উড়িয়ে বধু, প্রেমের আকাশে
হৃদয়ের কথা বলে, কুহক আভাসে।


সুখের সুস্বাদ নিতে, বাঁধিবারে ঘর
মনের মানুষটারে, মানিয়াছে বর,
বাসর বাঁধিতে সখী, রয়েছে মুখিয়ে
ফুলেল শয়্যা সাজায়, প্রণতি চুকিয়ে।
প্রেমের পরশে প্রিয়া, জ্বালিয়ে আলোক
মোহনায় মিশে গিয়ে, ছড়ায় পুলক।